বিধায়ক আলোক তুমি লিরিক্স
বিধায়ক আলোক তুমি দ্বীনের বিধান কি তা দেখিয়ে দিলে গেলে
বিপদে সুপথের সন্ধান দিয়ে গেলে ; বিধায়ক আলোক তুমিবিদীর্ণ হৃদয়ের বিদারিত বুক থেকে বিদুরিত করেছ সকল ব্যথা
বিদীর্ণ হৃদয়ের বিদারিত বুক থেকে বিদুরিত করেছ সকল ব্যথা
সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে চিন্তা বিভোর ছিলেগো সদা
তুমি বন্দি মানবতার মুক্তি দিলে; বিধায়ক আলোক তুমি
বাহুর বলে কেউ বন্ধুতো হয় না বহুগুণে বেড়ে যায় জুলুম শোষন
তোমার ছিলো মন হৃদয়ে ভালোভাসা কখনো করনি বৈরী নির্যাতন
তুমি করেছো ক্ষমা আঘাত পেলে বিধায়ক আলোক তুমি
বিধায়ক আলোক তুমি দ্বীনের বিধান কি তা দেখিয়ে দিলে গেলে
বিপদে সুপথের সন্ধান দিয়ে গেলে বিধায়ক আলোক তুমি
কথা ও সুর ঃ মাহফুজ বিল্লাহ শাহী
শিল্পীঃ দিদারুল ইসলাম
0 Comments